Site icon Jamuna Television

করোনা চিকিৎসায় জীবনরক্ষাকারী প্রথম ওষুধ ডেক্সামথাসোন!

করোনাভাইরাসের বিরুদ্ধে এবার কার্যকরী ওষুধ আবিষ্কারের ঘোষণা দিলেন চিকিৎসা বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, ডেক্সামথাসোন নামে এই ওষুধ করোনায় গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সাহায্য করবে। খবর বিবিসি’র।

গবেষকরা জানায়, এই ওষুধ ব্যবহারে ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ কমে আসবে। আর অক্সিজেন গ্রহণকারী রোগীদের মৃত্যু ঝুঁকি কমবে প্রায় এক পঞ্চমাংশ।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই স্বল্প মাত্রার স্টেরয়েড চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার।

গবেষকরা অনুমান করছেন ব্রিটেনে যখন করোনা মহামারি শুরু হয়েছে তার প্রথম থেকেই যদি এই ওষুধ ব্যবহার করা সম্ভব হতো তাহলে পাঁচ হাজার পর্যন্ত জীবন বাঁচানো যেত। কারণ এই ওষুধ সস্তা।

তারা বলছেন বিশ্বের দরিদ্র দেশগুলোতে কোভিড ১৯ রোগীদের চিকিৎসায় এই ওষুধ বিশালভাবে কাজে লাগতে পারে। এবং যেসব দেশ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে এটা তাদের জন্য বিশাল সুখবর।

Exit mobile version