Site icon Jamuna Television

মৌলভীবাজার-৪ আসনের এমপি আব্দুস শহীদ করোনা আক্রান্ত

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্যার এখন শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। গতকাল সোমবার তাকে ভর্তি করা হয়। আজ তার করোনা পভেটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাস কষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে তার ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন নেগেটিভ। মৌলভীবাজার থেকে ছয়বারের এমপি নির্বাচিত হন উপাধ্যক্ষ আবদুস শহীদ।

Exit mobile version