Site icon Jamuna Television

দ্বিতীয় দফায়ও করোনা পজেটিভ আসমা কামরানের

দ্বিতীয় দফায়ও করোনা পজেটিভ আসমা কামরানের

সিলেট প্রতিনিধি:

সদ্য প্রয়াত সাবেক সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা রিপোর্ট দ্বিতীয় দফায়ও পজেটিভ এসেছে। মঙ্গলবার রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ রিপোর্ট আসে। গত ১৫ জুন দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন আসমা কামরান।

এর আগে গত ২৭ মে প্রথম দফা পরীক্ষায় আসমা কামরানের করোনা শনাক্ত হয়। তখন থেকেই তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।

এরমধ্যে গত ৫ জুন আসমার স্বামী সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। সোমবার (১৫ জুন) ভোরে তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে মহিলা আওয়ামী লীগের নেত্রী আসমা কামরান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Exit mobile version