Site icon Jamuna Television

বিএনপি ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা করে: কাদের

সরকারের সমালোচনা করা বিএনপি'র চিরায়ত ঐতিহ্য: কাদের

ফাইল ছবি

বিএনপি শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় করোনার মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র মিথ্যাচার ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস। ধুলোজমা মরচেধরা চশমা সরিয়ে এ সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদানে আবারও তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের কঠোরভাবে দমনের আহবান জানান তিনি।

Exit mobile version