Site icon Jamuna Television

দেশে ৩ মাসে করোনা রোগী ৯৮ হাজার ৪৮৯ জন, মোট মৃত্যু ১ হাজার ৩০৫

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মাত্র ১০১ দিনে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫১২৪৪ জনের। মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এছাড়া একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮৯২২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭ টি।

টিবিজেড/

Exit mobile version