Site icon Jamuna Television

পুতিনকে করোনামুক্ত রাখতে জীবাণুনাশক টানেল

করোনাভাইরাস থেকে রাশিয়ার প্রেসিডন্টে ভ্লাদিমির পুতিনকে সুরক্ষিত রাখার জন্য একটি বিশেষ জীবাণুনাশক টানেল প্রস্তুত করা হয়েছে। খবর সংবাদ সংস্থা রিয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, নোভো ওগারইয়োভো পুতিনের সরকারি দফতরে তার সাথে যারা সাক্ষাৎ করতে আসবেন তাদের এই জীবাণুনাশক টানেলের মধ্য দিয়ে যেতে হবে। এটি একটি বিশেষ টানেল যা তরল জীবাণুনাশক দ্বারা পরিপূর্ণ। তাই কেউ এর ভেতর দিয়ে গেলে তার পোশাক-পরিচ্ছদ ও শরীরের উন্মুক্ত অঙ্গগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪৪ হাজারের বেশি জন। যা বিশ্বে আক্রান্তের সংখ্যায় তৃতীয়। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৪ জন।

Exit mobile version