Site icon Jamuna Television

ভারত-চীন সীমান্তে সংঘর্ষ, ২০ জন ভারতীয় সেনার প্রাণহানি

ভারতীয় ও চীনা সেনার মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় এ ঘটনা ঘটে বলে জানায় আনন্দবাজার।

দীর্ঘ ৪৫ বছর পরে ভারত-চীন সীমান্ত সংঘর্ষে মৃত্যু হল কোন সেনা সদস্যদের। প্রাথমিকভাবে এক কর্নেল-সহ তিন ভারতীয় সেনার মৃত্যুর কথা বলা হলেও রাতে ভারতীয় সেনার বিবৃতিতে জানানো হয়, গুরুতর আহত আরও ১৭ জন সেনা প্রবল ঠাণ্ডার কারণে মারা গিয়েছেন।

সেনা সূত্রের দাবি, এই সংঘর্ষে চীনেরও একাধিক সেনার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল সংখ্যাটা পাঁচ। কিন্তু রাতে সংবাদ সংস্থা এএনআই-কে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় সেনার হিসেব মতো চীনের তরফে হতাহত ৪৩। চীনা বাহিনী হেলিকপ্টার এনে তাদের নিয়ন্ত্রণরেখার এ-পার থেকে তুলে নিয়ে গিয়েছে।

চীন অবশ্য রাত পর্যন্ত সরকারিভাবে তাদের কোনও সেনার মৃত্যুর কথা স্বীকার করেনি। তবে চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ‘ভারতীয় প্ররোচনায় হামলা’র কথা স্বীকার করে বিবৃতি দিয়েছেন। সে দেশের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এর সম্পাদক টুইট করে প্রাণহানির কথাও জানিয়েছেন।

Exit mobile version