Site icon Jamuna Television

সারাদেশে বৃষ্টি, সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

ফাইল ছবি।

আষাঢ় মাসের ৩য় দিন আজ। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যদিও তেমন বাতাস নেই দেশের কোথাও।

সকাল সকাল বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। বৃষ্টির কারণে আজ সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম। নিম্ন আয়ের মানুষ এমন বৃষ্টিতে পড়েছে কিছুটা ভোগান্তিতে। অনেকেই আশংকা করছে জলাবদ্ধতার।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তরের।

Exit mobile version