Site icon Jamuna Television

হন্ডুরাসের প্রেসিডেন্ট সপরিবারে করোনায় আক্রান্ত

হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ। ছবি: সংগৃহীত

হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজের করোনাভাইরাস ধরা পড়েছে। সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়েছে, সপরিবারে করোনা আক্রান্ত হলেও তারা সুস্থবোধ করছেন এবং প্রেসিডেন্ট ঘরে থেকেই কাজ করছেন। হন্ডুরাসে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী ৯ হাজার ৬০০ জন পাওয়া গেছে। মারা গেছেন ৩৩০ জনের মতো।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Exit mobile version