Site icon Jamuna Television

একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন পাবনার জেসিকা

পাবনা প্রতিনিধি:

পাবনায় জেসিকা জিম নামের এক নারী এক সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে পাবনা শহরের শিমলা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম দেন তিনি।

জেসিকা পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাব্বির হোসেনের স্ত্রী। তিন সন্তানের মধ্যে দু’টি ছেলে ও একটি মেয়ে।

সাব্বির-জিম দম্পতি জানান, ‘করোনার মধ্যে সন্তান পৃথিবীতে আসবে এটা ছিলো আমাদের কাছে বড় টেনশনের ব্যাপার। কিন্তু সকল টেনশন দূর করে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে তিনটি সন্তান। আল্লাহ’র কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানায় সিজারিয়ান অপারেশনের গাইনি চিকিৎসক ডা. ফাওজিয়া বেগমকে।’

ডা. ফাওজিয়া বেগম বলেন, ‘আল্লাহ’র রহমতে তিনটি সন্তানই সুস্থ আছে। পাশাপাশি তাদের মাও সুস্থ রয়েছে।’

Exit mobile version