Site icon Jamuna Television

সেনা মৃত্যুতে ক্ষোভ, এবার চীনের প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি মোদী

এবার আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখে গালওয়ান সীমান্তে চলমান চীনা ও ভারতীয় সেনাদের মধ্যকার উত্তেজনায় এই বার্তা দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি বলেই মনে করছেন বিশ্লেষকরা। খবর দ্যা টেলিগ্রাফ ইন্ডিয়া’র।

এরআগে, ২০১৬ সাল থেকে চীন ও ভারতের মধ্যকার বিরোধ চলাকালীন সময়েও প্রেসিডেন্ট শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানো থেকে বিরত ছিলেন না মোদী।

২০১৬ সালে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইবো’ (চীনে টুইটারের আদলে ব্যবহৃত মাইক্রো ব্লগিং সাইট) এর মাধ্যমে মান্দারিন ভাষায় প্রথমবারের মতো শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান মোদী।

সেখানে তিনি লিখেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’।

অথচ তখন পারমাণবিক সরবরাহ দলে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিল চীন প্রশাসন।

২০১৭ সালে দোকালামে চীনা ও ভারতীয় সৈনদের মাঝে ৭৩ দিন ব্যাপী উত্তেজনা চলাকালীন সময়েও শি জিনপিংকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মোদী।

এর পরবর্তী, বছরগুলোতেও শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার চাইনিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইবো’ ব্যবহার করে আসছিলেন।

শুধু মাত্র গত বছর কিরগিজিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে শি জিনপিংকে সরাসরি জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান মোদী।

Exit mobile version