Site icon Jamuna Television

সতর্কতার সাথে করোনা দুর্যোগ মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর

সতর্কতার সাথে করোনা দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শুধু বাংলাদেশ নয়, করোনা ভাইরাসের আঘাতে বিশ্বের সব দেশই স্থবির হয়ে পড়েছে।

আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ ‘সংগ্রামের’ কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ভারত এবং মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সমুদ্রসীমা অর্জন করেছে বর্তমান সরকার। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে প্রতিনিয়ত আধুনিক করা হচ্ছে নৌ বাহিনীকে। কমিশনিং শেষে নতুন এ জাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে।

Exit mobile version