Site icon Jamuna Television

অস্ত্র ছাড়াই ভারতীয় সেনাদের যুদ্ধে ঠেলে দেয়া হলো কেন? প্রশ্ন রাহুলের

লাদাখের গালওয়ান সীমান্তে অস্ত্র ছাড়াই কেন ভারতীয় সেনাদের যুদ্ধের দিকে ঠেলে দেয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।

বৃহস্পতিবার টুইটারে দেয়া এক ভিডিওতে এমন অভিযোগ করেন রাহুল গান্ধী।

তিনি বলেন, ভারতের নিরস্ত্র সেনাদের হত্যা করে চীন জঘন্য অপরাধ করেছে। আমি জানতে চাই, অস্ত্র ছাড়াই এই সেনাদের কারা বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন? কে পাঠিয়েছিলেন? কে দায়ী?

এরইমধ্যে গালওয়ানে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক টুইট করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে সেখানে তিনি চীনের নাম বা গালওয়ানের কথা উল্লেখ করেননি। এ নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।

তিনি রাজনাথের টুইটের জবাবেন লিখেন, ‘যদি এটা সত্যিই এতটাই বেদনাদায়ক হয়, (তাহলে) ১) আপনার টুইটে চিনের নাম না করে ভারতীয় সেনার অপমান করছেন কেন? ২) শোকপ্রকাশের জন্য কেন দু’দিন লাগল? ৩) যখন সেনারা নিহত হচ্ছেন, তখন সভায় ভাষণ দিচ্ছেন কেন? ৪) কেন লুকিয়ে যাচ্ছেন, কেন গণমাধ্যম ব্যবহার করে ভারতীয় সেনাদের উপর দোষ চাপাচ্ছেন? ৫) কেন পেইড-মিডিয়াকে দিয়ে ভারত সরকারের পরিবর্তে ভারতীয় সেনাদের দোষারোপ করাচ্ছেন?’

Exit mobile version