Site icon Jamuna Television

প্রেসিডেন্ট পদে অযোগ্য ট্রাম্প: সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার জন্য পুরোপুরি অযোগ্ ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। খবর বার্তা সংস্থা রয়টার্স’র।

হোয়াটহাউজের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড: আ হোয়াইট হাউজ মেমোয়ার’ বইয়ের প্রকাশনা উপলক্ষ্যে এ সাক্ষাৎকার দেন বোল্টন।

বোল্টন বলেন, ‌‌‌’আমি মনে করি না তিনি (ডোনাল্ড ট্রাম্প) দায়িত্ব পালনের জন্য উপযুক্ত। তার মাঝে দায়িত্ব পালন করে যাবার মতো কোন যোগ্যতা আছে বলেও মনে করি না’।

গত সেপ্টেম্বরে জন বোল্টন হোয়াইট হাইজ থেকে পদত্যাগ করেন।

Exit mobile version