Site icon Jamuna Television

মাকে হারালেন রশিদ খান, জানালেন নিজেই

রশিদ খান- ফাইল ছবি

করোনার এমন অসময়েই মাকে হারালেন আফগানিস্তানের সেরা ক্রিকেটার রশিদ খান। বৃহস্পতিবার মাকে হারানোর দুসংবাদ ফেসবুকে রশিদ খান নিজেই নিশ্চিত করেন।

মাকে হারিয়ে এই তারকা লেগ স্পিনার লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার মা মারা গিয়েছেন। আমি আর কখনোই তার দোয়া ও শুভকামনা পাবো না। আমি এবং আমার পরিবার অনেক খারাপ ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার মায়ের আত্মাকে শান্তিতে রাখুন।’

রশিদ খান আফগানিস্তানের হালের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার। তিন সংস্করণেই আফগান দলের সেরা পারফরমার তিনি। হালে বিশ্বক্রিকেটেও বড় নাম রশিদ খান। এরই মধ্যে সময়ের সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বাংলাদেশ সফরেও দুর্দান্ত বোলিং করেছেন রশিদ।

Exit mobile version