Site icon Jamuna Television

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবারের তুলনায় একই অবস্থায় আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি।

গণস্বাস্থ্য কেন্দ্র বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে। গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, তার ফুসফুসের সংক্রমণ আছে। এজন্য তাকে নিয়মিত এন্টিবায়োটিক খেতে হচ্ছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন, বিশেষায়িত ফিজিওথেরাপি নিচ্ছেন।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. মু‌হিব উল্লাহ খোন্দকার জানান, এই মুহূর্তে কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। তবে গলার ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। চিকিৎসকগণ তাকে জরুরী প্রয়োজন ছাড়া কথা বলতে নিষেধ করেছেন। তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত আছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে উনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

Exit mobile version