Site icon Jamuna Television

পটুয়াখালীতে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর ধরান্দী এলাকায় ছয় বছর বয়সী মাদ্রাসার প্লে শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী বাড়ির পার্শ্ববর্তী ধলু (৫২) কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা প্রবাসী। বিদেশ থেকে পাঠানো টাকা উঠাতে শিশুটির মা সকাল ১০টায় খারিজজমা সোনালী ব্যাংকে যাওয়ায় বাড়িতে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী ধলু এ ঘটনা ঘটায়। প‌রে শিশুটির মা বাড়ি এসে ধলুকে হাতেনাতে ধরলেও সে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন মেয়েটির মা।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতার মো‌র্শেদ।

তিনি জানান, মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া অভিযুক্তকে ধর‌তে পু‌লিশি অভিযান অব্যাহত আছে।

Exit mobile version