Site icon Jamuna Television

ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কা চট্টগ্রামে

২৪ ঘণ্টা ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে অব্যাহত রয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত।

মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় মাঝারি থেকে ভারী এবং অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে মাঝারি হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এরই প্রেক্ষিতে চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এদিকে গেলো টানা দুই দিন বৃষ্টির প্রেক্ষিতে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের এরইমধ্যে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে ১৯টি আশ্রয় কেন্দ্র। পাহাড়ে ঝুঁকিতে বসবাসরতদের এসব আশ্রয়কেন্দ্রে সরে আসতে বলা হয়েছে।

Exit mobile version