Site icon Jamuna Television

জাহাঙ্গীরনগরে শিক্ষার্থীদের অবরোধ চলছে

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সকালে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এই ব্যানারে প্রশাসনিক ভবন অবরোধ করে তারা। এর ফলে কোন কর্মকর্তা, কর্মচারী ভবনে ঢুকতে পারেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে ১ম দিন শিক্ষক সমিতি মধ্যস্ততার দায়িত্ব নিলেও এখন আর বিষয়টি নিয়ে সমাধানের কোন উদ্যোগ নেই কারোই।

Exit mobile version