Site icon Jamuna Television

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫৬ হাজার। মোট আক্রান্ত পৌনে ৮৬ লাখ মানুষ।

একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজারের মতো। একদিনে সাড়ে ৭শ’ প্রাণহানিতে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২০ হাজার ৭শ’তে। আক্রান্ত পৌনে ২৩ লাখ মানুষ। তবে বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১২শ’র বেশি। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ছুঁয়েছে ৪৮ হাজার। আক্রান্ত প্রায় ১০ লাখ।

এদিকে প্রতিবেশি দুই দেশ চিলি আর পেরুতেও উদ্বেগজনকভাবে বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। অপরদিকে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ১ লাখ ৬০ হাজার মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Exit mobile version