Site icon Jamuna Television

১০ ভারতীয় সেনাকে তিন দিন পর মুক্তি দিলো চীন

লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় আটক ১০ ভারতীয় সেনাকে তিন দিন পর মুক্তি দিলো চীন। বৃহস্পতিবার রাতে গালওয়ান উপত্যকায় ফেরত দেয়া হয় তাদের। ভারতীয় গণমাধ্যম বলছে, বন্দি সেনাদের মধ্যে ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল ও তিন জন মেজর। পরপর দুদিন মেজর জেনারেল পর্যায়ের বৈঠক শেষে তাদের মুক্তি দেয়া হয়।

সোমবারের ওই সংঘর্ষের ঘটনায় এখন আর কেউ নিখোঁজ নেই বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। আর বৃহস্পতিবার নিজেদের ৭৬ সদস্য আহত হওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী।

এদিকে, লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ সর্বদলীয় বৈঠক বসছে ভারতে। যেখানে যোগ দেবেন সোনিয়া গান্ধি, মমতা ব্যানার্জিসহ বিরোধী নেতারাও।

Exit mobile version