Site icon Jamuna Television

রজনীকান্তের বাড়িতে বোমা হামলার আতঙ্ক!

রজনীকান্তের বাড়িতে বোমা হামলার আতঙ্ক!

দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের বাড়িতে বোমা হামলা হতে পারে এমন খবর পেয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার বিকেলে পুলিশের জরুরি নম্বরে (১০৮) ফোন দিয়ে বলা হয় রজনীকান্তের বাড়িতে বোমা হামলা হবে। তথ্যদাতা একথা বলে নিজের নাম প্রকাশ না করেই ফোন কেটে দেন। পরে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের বাড়িতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিটেকটরের সাহায্যে অনুসন্ধান চালিয়েছে চেন্নাই পুলিশ।

রজনীকান্তের বাড়িতে পুলিশের অনুসন্ধানের খবর ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে এবারই প্রথম রজনীকান্ত বোমা হামলার হুমকি পেলেন না, আগেও তাকে এমন হুমকি দেওয়া হয়েছে তাকে। এর আগে বেশ কয়েকবার অজ্ঞাতনামা কল এসেছে এবং প্রতিবারই তা ধাপ্পাবাজি প্রমাণিত হয়েছে।

পুলিশের মতে এটি একটি ‘প্রাঙ্ক’ কল ছিল। যে ব্যক্তি এমন কাজ করেছে এখন তাকে ধরতে মাঠে নেমেছেন কর্মকর্তারা।

রজনীকান্ত ২০০০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ অর্জন করেন।

Exit mobile version