Site icon Jamuna Television

রাতে কঠিন পরীক্ষা দিতে হবে ম্যানচেস্টারকে

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রয়েছে দুটি ম্যাচ। যেখানে বিগ ম্যাচে রাত সোয়া একটায় টটেনহ্যাম আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। অপর ম্যাচটি হবে নরউইচ সিটি আর সাউদাম্পটনের মাঝে।

টেবিলের পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে চেলসিকে টপকে টেবিলের চারে উঠে আসতে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে রেড ডেভিলদের। বিপরীতে টটেনহ্যামের চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে খেলার সম্ভাবনা অনেকটাই কম। ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে রয়েছে স্পার্সরা। দুই দলের মুখোমুখি ১৬৩ দেখায় ৮৬ জয় ম্যানচেস্টার ইউনাইটেডের, আর ৩৮ জয় টটেনহ্যামের।

Exit mobile version