Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। নিউজিল্যান্ডের উত্তরে এ ভূমিকম্প আঘাত হেনেছে। এই ঘটনার ফলে নিউজিল্যান্ড ও এর পার্শ্ববর্তী পর্যটন হটস্পট ফিজি ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর ডেইলি মেইল।

দ্য প্যাসিফিক সুনামি সতর্ককারী সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ফিজি, কার্মাদেক দ্বীপ, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নাইয়ু, টোঙ্গা ও ভানুয়াতে সুনামি হতে পারে। সংস্থাটির প্রাথমিক তথ্য বলছে, কার্মাদেক দ্বীপের দক্ষিণে এবং নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ থেকে ৮০০-১০০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। নিউজিল্যান্ড কর্তৃপক্ষ এরই মধ্যে তাৎক্ষণিক বিবৃতি দিয়ে সবাইকে সতর্ক করেছে। এই ভূমিকম্পকে তারা হুমকি হিসেবে মনে করছে বলে উল্লেখ করেছে।

Exit mobile version