Site icon Jamuna Television

মাদারীপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাওসার নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি জজকোর্ট এলাকার বাসিন্দা এবং সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

এদিকে করোনা উপসর্গ নিয়ে জেলায় আরও তিনজন মারা গেছেন বলে জানা গেছে। এদের মধ্যে শুক্রবার সকালে সদর উপজেলার থানতলী এলাকার আজাদ খান করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া, বৃহস্পতিবার রাতে মারা যান রাস্তি এলাকার আলমগীর বেপারী। আর কেন্দুয়া এলাকার বাসিন্দা ও দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান (মৃণাল তালুকদার) করোনা উপসর্গ নিয়ে গত চারদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো: শফিকুল ইসলাম। তবে, উপসর্গ নিয়ে মারা যাওয়া বাকি তিনজনের বিষয়ে কোন তথ্য তিনি জানেন না বলে জানান।

Exit mobile version