
খুলনা প্রতিনিধি:
করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লু কর্ণারের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান।
তিনি জানান, রূপসা উপজেলার খাজাডাংগা গ্রামের ৬০ বছরের এক বৃদ্ধ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৮ জুন রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে দশটায় তিনি মারা যান।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে নগরীর খালিশপুরের এক বৃদ্ধা ১৮ জুন বিকালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। মৃত দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।



Leave a reply