Site icon Jamuna Television

বাঁহাতি স্পিনের পথিকৃৎ রামচাঁদ গোয়ালা আর নেই

সাবেক বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা মারা গেছেন। আজ শুক্রবার সকালে ময়মনসিংহের ব্রাহ্মপল্লির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ ক্রিকেটার। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

তিনি ‘গোয়ালাদা’ হিসেবে অধিক পরিচিত। শুরুতে পেসার থাকলেও বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনের শুরুটা হয়েছিল তার হাত দিয়ে। আবাহনীতে একটানা ১৫ মৌসুম খেলেছেন তিনি। খেলেছিলেন মোহামেডান, ভিক্টোরিয়া, টাউন ক্লাব, শান্তিনগরেও। ৫৩ বছর বয়সে খেলেছেন ঢাকা লিগ।

১৯৬২ সালে ভিক্টোরিয়ার হয়ে রামচাঁদ গোয়ালার অভিষেক ঢাকা লিগে। ১৯৭৫ সালে নাম লেখান মোহামেডানে। পরে ১৯৮১-৮২ মৌসুম থেকে ১৯৯২-৯৩ পর্যন্ত টানা খেলেছেন আবাহনীতে।

টিবিজেড/

Exit mobile version