Site icon Jamuna Television

রাজবাড়ীতে প্রকাশ্যে ইট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে এক ইট ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাঘলপুরের সেবা ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ শেখ (৫৫) উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।

খানখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লাল জানান, শহিদ শেখ নিজ মোটরসাইকেল যোগে খানখানাপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহীদের মৃত্যু হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন জানান, সন্ত্রাসীরা শহীদ শেখের মাথার সামনের দিক থেকে গুলি করেছে। গুলিটি সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

Exit mobile version