Site icon Jamuna Television

করোনায় মৃত্যুদের রুহের মাগফেরাত কামনায় বায়তুল মোকাররমে দোয়া

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ধর্মপ্রতিমন্ত্রীসহ সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা’সহ মৃত্যুবরন করা সবার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া হয়েছে আজ। বায়তুল মোকাররম মসজিদে বাদ জুমা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া করা হয় করোনায় মৃত্যুবরণকারী সাধারণ মানুষের জন্যও।

সম্প্রতি করোনার আক্রান্ত হয়ে মারা যান ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। প্রাণ হারিয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানও। এছাড়াও মারা যান চিকিৎসক, সাংবাদিক ও পুলিশসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ১ হাজার ৩৮৮ জনের।

দোয়ায় মহান আল্লাহ তায়ালার কাছে করোনামুক্ত দেশের কামনা করেন মুসল্লিরা।

Exit mobile version