Site icon Jamuna Television

সুশান্ত সিং রাজপুতের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

৬ মাসে ৭টা ছবি হাতছাড়া হয় সুশান্তের

সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। আপাতত ছবির নাম ঠিক হয়েছে সুইসাইড অর মার্ডার- অ্যা স্টার ওয়াজ লস্ট। চিত্রনাট্য লেখার কাজ চলছে। ছবির প্রযোজনা করছেন বিজয় শেখর গুপ্তা ও পরিচালনায় রয়েছেন শমীক মৌলিক। খবর ইন্ডিয়ান এক্সপ্রস।

বিজয় শেখর গুপ্তা বলেন, ”সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা আমাদের সকলকে হতবাক করেছিল। কিন্তু এ ঘটনা তো নতুন নয়। অনেক অভিনেতা যারা এই ইন্ডাস্ট্রিতে আসেন তাদের স্বপ্ন পূরণ করতে। তারা বড়মাপের কাজ পাওয়ার বদলে কোনও কাজ না পেয়ে শেষ হয়ে যায়। তাদের অনেকে এই রাস্তা নেই আবার কেউ কেউ লড়াই চালিয়ে যায়। তাই আমরা এমন একটা গল্প বলতে চাই যেখানে দেখানো যাবে কীভাবে ছোট শহর থেকে এসে কোনও অভিনেতা গডফাদার ছাড়া বলিউডে স্ট্রাগেল করে।

তিনি আরও বলেন, ”তবে ছবিটা সুশান্তের বায়োপিক নয়। অভিনেতার জীবন ও কাজের অনুপ্রেরণায় তৈরি হবে। এই সিনেমায় তারকাদের সন্তানদের কোনও জায়গা নেই। কোনও উঠতি তারকাকে নিয়ে কাজ করব। কয়েক মাসের মধ্যেই শুটিংটা শুরু হবে।

টিবিজেড/

Exit mobile version