Site icon Jamuna Television

পাবনায় করোনা সচেতনতা সৃষ্টিতে গণ শপথ

শপথ বাক্য পাঠ করাচ্ছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার

পাবনা প্রতিনিধি:

করোনা মহামারিতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার চাটমোহরে গণ-শপথ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় ফেসবুক গ্রুপ ‘চাটমোহর দর্পণ’ এর আয়োজনে স্থানীয় বালুচর খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। চাটমোহর দর্পণের অ্যাডমিন সঞ্জিত চক্রবর্তী সোনার সভাপতিত্বে ও সাংবাদিক বেলাল হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীনসহ আরও অনেকে।

পরে শপথ গ্রহণ শেষে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেইসাথে চেতনায় চাটমোহর, মানবিক মথুরাপুর, বিডি ক্লিন, হৃদয়ে ভাদরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে।

Exit mobile version