Site icon Jamuna Television

অ্যান্টিবডি পরীক্ষার জন্য কিটের অনুমোদন চাইলেন ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি।

র‍্যাপিড কিটে অ্যান্টিবডি শনাক্তের সক্ষমতা পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরিস্থিতি বিবেচনা করে কিটটি দ্রুত নিবন্ধন ও বিপণনের অনুমতি দিতে ওষুধ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

জি আর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ বলেন, ওষুধ প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। কিটের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং কিটের কার্যকারিতা একটি বৈজ্ঞানিক আলোচনার বিষয়।

এ বিষয়ে বিএসএমএমইউ’র সহায়তা চেয়ে ডা জাফরুল্লাহ বলেন, তারা আনুষ্ঠানিকভাবে যা বলেছে, সেটিকেই ভিত্তি করে এগিয়ে যেতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। দুইদিন আগে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে করোনা পরীক্ষায় অকার্যকর হলেও র‍্যাপিড কিটে অ্যান্টিবডি শনাক্তের সক্ষমতার কথা জানায় বিএসএমএমইউ।

Exit mobile version