Site icon Jamuna Television

চলচ্চিত্র নির্মাতা সাচিদানন্দন আর নেই

মাত্র ৪৮ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মালায়লাম চলচ্চিত্র নির্মাতা সাচিদানন্দন।

বৃহস্পতিবার কেরালার ত্রিশুরের জুবিলি মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণমাধ্যমকে সাচিদানন্দনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের সিইও ডা. বেনি জোসেফ।

সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাচি। দুদিন সিসিইউতে চিকিৎসার পর মৃত্যু হয় তার।

সাচিদানন্দনের সর্বশেষ সিনেমা ‘আয়াপ্পানাম কোশিয়াম’, যা বক্স অফিসে রেকর্ড আয় করে। সিনেমাটি সুপারহিট হওয়ার পর তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় রিমেকের প্রক্রিয়াও শুরু হয়। তবে সেই সাফল্য দেখার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই নির্মাতা।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বিরাজ, বিজু মেনন প্রমুখ। মালায়ালাম ভাষা সাচিনন্দনের প্রথম ছবির নাম ছিল ‘আনারকলি’। সেই ছবিটিও ব্যবসা সফল হয়।

Exit mobile version