Site icon Jamuna Television

সুশান্তের আত্মহত্যা নিয়ে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিলেন রিয়া

মৃত্যুর পাঁচ দিন পরে বেরিয়ে এলো সুশান্ত আত্মহত্যার নানা তথ্য। বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

আনন্দবাজারের বরাতে মুম্বাইয়ের পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর শেষের দিকেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন তারা। এজন্য বাড়ি খুঁজছিলেন সুশান্ত। তবে একটা দীর্ঘ সময় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে লিভ-ইন রিলেশনে ছিলেন তারা। লকডাউনের পুরো সময় একসঙ্গেই থাকছিলেন। কিন্তু মৃত্যুর কয়েকদিন আগেই মনোমালিন্যের কারণে সুশান্তকে ছেড়ে আলাদা হয়ে যান রিয়া।

পুলিশ সূত্রে আরও জানা যায়, রিয়ার ফোন স্ক্যান করে পাওয়া গিয়েছে দু’জনের ব্যক্তিগত মুহূর্তের অসংখ্য ছবি, টেক্সট মেসেজ। এমনকি মৃত্যুর আগের রাতে ঘুমোনোর আগে রিয়াকেই শেষ বার ফোন করেছিলেন সুশান্ত। তবে রিয়ার বয়ানে বারে বারেই উঠে এসেছে সুশান্তের আচরণগত পরিবর্তনের কথা।

দীর্ঘক্ষণের জিজ্ঞাসাবাদে রিয়া পুলিশকে দেখিয়েছেন সুশান্তের পরিবর্তনের নানা চিত্র। রিয়া জানায়, অবসাদ কাটানোর জন্য নাকি সুশান্তর চিকিৎসাও চলছিল। রিয়া বারবার অনুরোধ করলেও ওষুধ খেতে চাইতেন না সুশান্ত। এর আগে রিয়ার ঘনিষ্ঠ বন্ধু লেখিকা সুহৃতা সেনগুপ্তও একই কথা জানিয়েছিলেন।

Exit mobile version