Site icon Jamuna Television

সাবেক সংসদ সদস্য বদি করোনায় আক্রান্ত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বদির প্রেসসচিব হেলাল উদ্দিন। আজ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ আসার কথা জানানো হয়। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রেস সচিব হেলাল উদ্দিন জানান, ৫/৬ দিন ধরে জ্বরে ভুগছিলেন বদি। আজ নমুনা পরীক্ষায় ফল পজেটিভ আসে।

Exit mobile version