Site icon Jamuna Television

বিশ্বে করোনা থেকে সুস্থ ৪৬ লাখের বেশি মানুষ

বিশ্বে করোনা থেকে সুস্থ ৪৬ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার। আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৫০ হাজার মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতিমধ্যে ৪৬ লাখ ২০ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৮১৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৮৭ লাখ ৫০ হাজার ৪৭৯ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৬ লাখ ১৩ হাজার ৫২০ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৭৯১ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৪৬ লাখ ২০ হাজার ৩৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Exit mobile version