Site icon Jamuna Television

করোনা নিষ্ক্রিয়করণে সক্ষম মাস্ক আবিষ্কার সুইজারল্যান্ডের

করোনা নিষ্ক্রিয়করণে সক্ষম মাস্ক আবিষ্কার সুইজারল্যান্ডের

মহামারি করোনাভাইরাস ঠেকাতে গবেষণা চলছে বিশ্বজুড়ে। এই সময় করোনার একমাত্র সমাধান মাস্ক পরিধান করা। নিজেকে নিরাপদ রাখা, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখা।

এরই মাঝে ৬৫ হাজারের বেশি পরীক্ষা-নিরীক্ষার পরে সুইজারল্যান্ডের লিভিংগার্ড টেকনোলজিস নামের একটি গবেষণা সংস্থা আবিষ্কার করেছে করোনা নিষ্ক্রিয় করতে পারে এমন মাস্ক। একশোর বেশি পেটেন্ট ফাইল করার পরে এটি বাজারে এনেছে তারা। তাদের দাবি, নোভেল করোনাভাইরাস সার্স কভ-২কেও এই মাস্ক ৯৯.৯৯ শতাংশ নিষ্ক্রিয় করবে৷

শুধু সুইজারল্যান্ড নয়, জার্মানি, আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ আফ্রিকা ও ভারতেও কাজ করে এই সংস্থা। এই সবগুলো দেশেই পাওয়া যাচ্ছে তাদের এই মাস্ক।

সমস্ত কাউন্টার অথবা খোলা বাজারে যেসব মাস্ক সাধারণত পাওয়া যাচ্ছে, সে সবই প্রতিরোধমূলক। তবে লিভিংগার্ডের এই বিশেষ মাস্ক শুধু প্রতিরোধমূলক নয়, নিরাপত্তামূলকও। এটি ব্যবহারকীকে তো রক্ষা করেই সংক্রমণ থেকে, সেসঙ্গে কাছাকাছি থাকা সকলকেও উপকৃত করে।

লিভিংগার্ডের গবেষক প্রফেসর উয়ি রোজলার বলেন, ‘এই মাস্কের কাপড়টিই আলাদা, যা ভাইরাস নিষ্ক্রিয় করে প্রশ্বাসকে আরও নিরাপদ করে তোলে।’

Exit mobile version