Site icon Jamuna Television

জামালপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়িতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর গ্রাম থেকে হাফিজুর রহমান নামে ৩০ বছর বয়সী ওই আটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিকশা চালক হাফিজুরের মা হাসনা বেগম জানান, শুক্রবার হাফিজুর অটোরিকশা নিয়ে বের হওয়ায় পর রাতে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার সকালে রামনন্দপুর গ্রামে রাস্তার পাশের একটি পাটক্ষেত থেকে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, নিহতের বাড়ি সরিষাবাড়ির সীমানা সংলগ্ন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিউগীর গ্রামে। তিনি বলেন, হাফিজুরকে কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছে। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version