Site icon Jamuna Television

হ্যান্ড স্যানিটাইজারের কারণে গাড়িতে ভয়াবহ আগুন

মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অনেকেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে একটু অসতর্ক থাকলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তেমনি একটি দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনিয় অঙ্গরাজ্যে।

জানা যায়, এক গাড়ির মালিক উইন্ডশীল্ডে হ্যান্ড স্যানিটাইজার রেখেছিলেন। পরে সুর্যের প্রচণ্ড তাপে হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন ধরে যায় গাড়িতে। এতে গাড়ির সামনের অংশ আগুনে পুড়ে যায়।
ইলিনিয়’র এক ফায়ার সার্ভিসের ফেসবুক পেজে এই দুর্ঘটনার বর্ণনা দেয়া হয়। পুড়ে যাওয়া গাড়ির তিনটি ছবি প্রকাশ করে তারা।

অ্যালকোহল প্রচন্ড দাহ্য পদার্থ। আগুন বা তাপের সংস্পর্শে এলে এটি জ্বলে উঠে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ওই গাড়ির মালিক যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছিল তাতে ৮০ শতাংশ অ্যালকোহল ছিল। কিন্তু সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হলে হ্যান্ড স্যানিটাইজারে অন্তত ৬০ শতাংশ অ্যালকোহল থাকা প্রয়োজন।

টিবিজেড/

Exit mobile version