Site icon Jamuna Television

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার ১০ লাখ ছাড়িয়েছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ব্রাজিলে এক দিনে রেকর্ড সংখ্যক ৫৪ হাজার ৭৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সপ্তাহে দেশটির পরিসংখ্যানে সমন্বয়হীনতা কারণে অনেক রাজ্যের কয়েকদিনের আক্রান্তের সংখ্যা একত্রে যোগ করায় এই সংখ্যা বেড়েছে।

এনিয়ে ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ৩২ হাজার ৯১৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৯৫৪ জনে দাঁড়ালো।

ফলে বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিক থেকে এখন কেবলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।

Exit mobile version