Site icon Jamuna Television

রাজশাহীতে করোনায় আক্রান্ত চিকিৎকসহ দুই জনের মৃত্যু

করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দুই জনের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎকসহ দুই জন মারা গেছেন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. মো. শহীদুল্লাহ ও হাফিজুর রহমান মারা যান।

চিকিৎসকরা জানান, শহীদুল্লাহ কয়েকদিন আগে করোনা পজেটিভ হন। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সকাল নয়টায় সেখানেই তিনি মারা যান। তার বাড়ি নগরীর পদ্মা আবাসিক এলাকার সাত নম্বর রোডে।

হাফিজুর পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের ব্যবস্থা করছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

Exit mobile version