Site icon Jamuna Television

সাধারণ ছুটি বাতিলের ২০ দিনেই করোনায় আক্রান্ত ৬১ হাজার ৬১৯ জন, মৃত্যু ৭৭৫

ঈদের ছুটি শেষে রাজধানীর হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগীর চাপ আগের চেয়ে বেড়েছে। ফাইল ছবি

পরিসংখ্যানে দেখা গেছে গত তিন মাসের থেকে সাধারণ ছুটি বাতিলের ২০ দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেশি। দেশে আজ শনিবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন ও করোনায় মারা গেছে ১ হাজার ৪২৫ জন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এরপর প্রথম ১৮ মার্চ করোনা রোগীর মৃত্যু হয়। দেশে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর সাত দফায় বাড়িয়ে ৩০ মে সাধারণ ছুটি বাতিল করা হয়। এরপর লকডাউন শিথিল করা হয়।

পরিসংখ্যানে দেখা গেছে, ৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত প্রায় তিন মাসে সারাদেশে মোট আক্রান্ত রোগী ছিল ৪৭ হাজার ১৫৬ জন এবং ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৬১ হাজার ৬১৯ জন। ১৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫০ জন। অন্যদিকে, ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত মারা গেছেন ৭৭৫ জন। দেখা যায় তিন মাসের আক্রান্তের ও মৃত্যু থেকে সাধারণ ছুটি বাতিলের পর আক্রান্ত ও মৃত্যু বেশি।

গত ২৪ ঘণ্টায় ১৪,০৩১ টি নমুনা পরীক্ষাসহ এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন।

টিবিজেড/

Exit mobile version