Site icon Jamuna Television

মা হচ্ছেন প্রীতি জিনতা!

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এবং তার স্বামী জেন গুডএনাফ। ছবি: সংগৃহীত

খুব শিগগিরিই নাকি অনুরাগীদের সুখবর দিতে চলেছেন বলিউডের ‘বাবলি গার্ল’ প্রীতি জিনতা। বলিউডে গুঞ্জন চলছে, মা হওয়ার প্রস্তুতি নাকি নিচ্ছেন প্রীতি এবং স্বামী জেন গুডএনাফ।

অভিনয় দুনিয়াকে সাময়িক বিদায় জানিয়ে বলিউড থেকে দূরে লস অ্যাঞ্জেলসে এখন ঘোর সংসারী ‘লিরিল গার্ল’। তবে সুযোগ পেলে বলিউডে ফিরবেন না, এমনটাও নয়। খবর আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, বলিউডে সেকেন্ড ইনিংস শুরু করলেও সম্ভবত পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘ভির জারা’র জারাকে।

মুম্বাই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, অভিনয়, সংসার জীবন মিলে তৃপ্ত তিনি। তবে জীবন সম্পূর্ণ হবে মা হওয়ার পরেই। এই নিয়ে তিনি এবং জেন ইতোমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান প্রীতি।

এই খবর প্রকাশ্যে আসার পরেই বলিউড এবং অনুরাগীরা দারুণ খুশি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু প্রীতির। মণি রত্নমের ছবি ‘দিল সে’ তার প্রথম হিন্দি ছবি। তালিকায় রয়েছে, ‘সোলজার’, ‘ক্যায়া কহেনা’, ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‘ভির জারা’র মতো ব্লকবাস্টার ছবি।

ইউএইস/

Exit mobile version