Site icon Jamuna Television

উচ্চ শব্দে গান বাজাতে প্রতিবাদ করায় প্রাণ গেল বৃদ্ধের

রাজধানীর ওয়ারীতে প্রতিবেশীর বিরুদ্ধে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। তাদের দাবি উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করার জের ধরে বৃদ্ধ নাজমুল হকের ওপর চড়াও হয় প্রতিবেশী আলতাফ ও তার পরিবার।

শুক্রবার সকালে একই ভবনের বাসিন্দা দুই পরিবারের মধ্যকার ঝগড়ার। প্রতিবেশী নাজমুল হকের পরিবারের ওপর চড়াও হয় আলতাফের পরিবার। মারধর করা হয় ষাটোর্ধ নাজমুল হককেও। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, উচ্চশব্দে গান বাজানো বন্ধের অনুরোধ নিয়ে ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবার রাতে ছাদের কমিউনিটি হলে, আলতাফের এক স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিলো। বাবা হার্টের রোগী হওয়ায়, শব্দ কমানোর অনুরোধ জানায় নাজমুল হকের ছেলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন, আলতাফ।

এ ঘটনায় হত্যা মামলা হয়েছে ওয়ারী থানায়। আলতাফ ও তার পরিবারের ৫ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত নাজমুল হক ওয়ারীর ‘লা ক্যাসেন্দ্রা’ অ্যাপার্টমেন্ট মালিক সমিতির সাবেক সভাপতি। আর অভিযুক্ত আলতাফ বর্তমান সভাপতি।

যমুনা অনলাইন: এম আই আর/

 

Exit mobile version