Site icon Jamuna Television

দেশবাসীর দোয়া চাইলেন মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা। সাম্প্রতিক ছবি।

অসংখ্য ভক্ত-অনুরাগীর জন্য উদ্বেগের খবর। করোনা পজেটিভ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার তার করোনা পরীক্ষার ফল জানা যায়। এ বিষয়ে বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী। তিনি লিখেছেন, আতঙ্ক নয় বরং সচেতনতা দিয়ে মোকাবেলা করতে হবে করোনাকে। মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

নিচে তারা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।

করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”

Exit mobile version