Site icon Jamuna Television

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহে কলেজ ছাত্রীকে এক আত্মীয় ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ফারহানা আক্তার রিমা নামে ঐ কলেজ ছাত্রীকে কৌশলে গাঙ্গিনারপাড় এলাকায় ডেকে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কাশেম নামের দুর্বৃত্ত। রিমা মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

স্বজনদের অভিযোগ, রিমাকে অনেক দিন ধরেই উত্ত্যক্ত করছিলো তাদেরই আত্মীয় কাশেম। বিভিন্ন সময়ে বিয়ের প্রস্তাবও দিয়েছিলো। কিন্তু তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় কাশেম। এরই জের ধরে গতকাল রিমাকে ছুরিকাঘাত করে।

চিকিৎসাধীন অবস্থায় রিমা জানান, কাশেম একজন গার্মেন্টস কর্মী। দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার বিকালে তাকে জরুরি প্রয়োজনে ২শ’ টাকা ধার চেয়ে গাঙ্গিনারপাড় এলাকায় ডেকে আনে। সেখানে সে আবারও বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী জানান, কাশেমকে ধরতে অভিযান চলছে।

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version