Site icon Jamuna Television

কানাডা গেলেন মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডায় গেছেন। শুক্রবার ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে রওনা হন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল।

তিনি বলেন, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুব উল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। এর মধ্যে এক আত্মীয় অসুস্থ। কিন্তু করোনার জন্য অনেক দিন ধরে সেখানে যেতে পারছিলেন না। তাদের সবার সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন। খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান টুটুল।

Exit mobile version