Site icon Jamuna Television

এবার ক্রিকেটার নাজমুল অপুর করোনা শনাক্ত

এবার ক্রিকেটার নাজমুল অপুর করোনা শনাক্ত

জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপু। ফাইল ছবি।

শনিবার একদিনে বাংলাদেশ ক্রিকেটের তিনজনের করোনায় আক্রান্তের খবর মিললো। সকালবেলা সাবেক ওপেনার নাফিস ইকবালের করোনা আক্রান্তের খবরেরর পর বিকেলে জানা গেলো সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাও করোনা আক্রান্ত হয়েছেন। সন্ধ্যায় জানা গেলো জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপুরও করোনা শনাক্ত হয়েছে।

গত সপ্তাহে নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। গত বুধবার পরীক্ষা করান। শনিবার দুপুরে তার করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। এখন নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নারায়ণগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করে আসছিলেন অপু। দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছেন তিনি। সেখান থেকে আসার পর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।

তবে, অপুর শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয়। জ্বর নেই তবে মাথাব্যথা, ঠাণ্ডা, শরীর ব্যথা ও কাশি আছে। নাজমুলের পাশাপাশি করোনা পজেটিভ হয়েছেন তার বাবা-মাও।

Exit mobile version