Site icon Jamuna Television

সপরিবারে করোনা আক্রান্ত সাংবাদিক আবেদ খান

জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান। ফাইল ছবি।

সপরিবারে করোনা আক্রান্ত হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান। তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি এবং বাড়ির গৃহকর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে আবেদ খান করোনা আক্রান্তের খবর জানান।

আক্রান্ত অন্যরা হলেন- আবেদ খানের স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও পুত্রবধূ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী।

আবেদ খান গণমাধ্যমে জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজেটিভ এসেছে।

৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দীর্ঘ কর্মজীবনে দৈনিক ইত্তেফাক, ভোরের কাগজ, সমকাল, কালের কণ্ঠের সম্পাদকের দায়িত্ব পালন করেন। একাধিক বেসরকারি টেলিভিশনেও বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। তার স্ত্রী সানজিদা আক্তার, ছেলে ও ছেলের বউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০১৪ সালে রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন আবেদ খান।

Exit mobile version