Site icon Jamuna Television

যশোরে ‘গোলাগুলি’র পর ৪ লাশ উদ্ধার

যশোরে আলাদা স্থান থেকে অজ্ঞাত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় গোলাগুলি চলছে- এমন খবর পেয়ে ভোরে সেখানে অভিযানে গেলে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে জব্দ করা হয় দুটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলিসহ দেশিয় অস্ত্র। প্রায় একই সময় ডাকাতির খবর পেয়ে ঝিকরগাছা উপজেলার চাপাতলা গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দুই জনের লাশ উদ্ধার হয় বলে দাবি পুলিশের।

এখান থেকে একটি বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্র উদ্ধার হয়। নিহতদের সবাইকে পুলিশ ‘ডাকাত’ বলে দাবি করলেও পরিচয় নিশ্চিত না হওয়ায় পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version